
লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় এবং আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’র অর্থায়নে ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মোঃ জামসেদুর রহমান এর সভাপতিত্বে সন্দ্বীপস্থ আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন কার্যালয়ে কর্মদ্যোমী অস্বচ্ছল, বিধবা নারীর হাতে নিজ নিজ কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়। প্রদান কালে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৪ বাংলাদেশ এর রিজিওন চেয়ারপার্সন লায়ন মোঃ নাসির উদ্দিন এমজেএফ, ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন মোঃ শাখাওয়াত উল্যাহ, ক্লাব সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ আবদুল কাদের, সমাজসেবক মোঃ আলম।
সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নের-সানজিদা আকতার, তাহমিনা বেগম, হোসনে আরা বেগম, নাসরীন আকতার সুমী, খালেদা বেগম, মুছাপুর ইউনিয়নের রাফিয়া বেগম, মাইট ভাঙ্গা ইউনিয়নের পপি বেগম, হারামিয়া ইউনিয়নের রূপা আকতার ও শাহেনুর বেগম। অন্যদিকে চট্টগ্রামস্থ কাজেম আলী হাই স্কুল এন্ড কলেজে এইচএসসি বিজ্ঞান বিভাগের ছাত্রকে লায়ন কাজী জিয়া উদ্দিন সোহেলের ব্যক্তিগত তহবিল হতে ১ম ও দ্বিতীয় বর্ষের সকল পাঠ্যবই প্রদান করা হয়।
এসময় লিও ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের প্রেসিডেন্ট অর্ক দাশ ও ফেইসবুক গ্রুপ চট্টলার আলো বন্ধু পরিবারের এডমিন আবদুল হান্নান হীরা উপস্থিত ছিলেন। এমন মহৎ কাজে আর্থিক সহযোগিতা করায় আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের চেয়াম্যান-দানবীর, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ আব্দুল কাদের মিয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপ এর সভাপতি লায়ন কাজী জিয়া উদ্দিন সোহেল।