
স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী এর উদ্যোগে মা-বাবা হেফজখানা ও এতিমখানা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার্থে ফ্রি ডেন্টাল হেলথ্ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।মেডিকেল ও ডেন্টাল ছাত্রছাত্রী দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সহযোগীতায় আজ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকার জাফর আহমেদ ফাউন্ডেশন পরিচালিত মা-বাবা হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার্থে একটি ফ্রি ডেন্টাল হেলথ্ ক্যাম্প এবং জাফর আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে রমজান মাসব্যাপী পথচারীদের ইফতার বিতরণ প্রতিদিনের ন্যায় অনুষ্ঠিত হয়।
এসময় সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মনসুর চৌধুরী , সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সদস্য সহ উপস্থিত অতিথিরা পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন। অনুষ্ঠিত হেলথ্ ক্যাম্পে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাহিম শাহরিয়ার, মো: ইয়াসিন আরাফাত, হৃদিকা সরকার, মিথিলা বণিক, সানজিদা করিম নিরমা।
এতে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইউছুপ আলী তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ফৌজুল আজিম, হাজেরা তজু স্কুল এন্ড কলেজের সম্মানিত উপদেষ্টা সমাজ সেবক ও ক্রীড়াসংগঠক জননেতা আনিসুর রহমান আনিস, মোজাম্মেল হক, হুমায়ুন টিপু, মো শাহীন, মারুফ আলফাত তালুকদার।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইউছুপ আলী তালুকদারের সভাপতিত্বে মা-বাবা এতিমখানা ও হেফজখানার ছাত্রদের নিয়ে বিশেষ মোনাজাত করে মৌলনা নিজাম উদ্দীন, সবাই একত্রে ইফতার করার মাধ্যমে উক্ত কর্মসূচি সমাপ্ত হয়।
সার্বিক কার্যক্রমের তত্ত্বাবধানে ছিলেন জাফর আহমেদ ফাউন্ডেশনের মহাসচিব গিয়াস উদ্দীন তালুকদার।