
চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে এতিম ছাত্রদের মাঝে ইফতার বিতরণ গতকাল ১৮ এপ্রিল বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, রূপালী ব্যাংকের সাবেক পরিচালক সাংবাদিক আবু সুফিয়ান। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা কৃষকলীগের সভাপতি মোঃ আতিকুর রহমান চৌধুরী,
জাসদ উত্তর জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী, কবি আশীষ সেন, বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ হাবিবুর রহমান, শারদাঞ্জলী ফোরাম চট্টগ্রামের সভাপতি অজিত কুমার শীল, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, আবৃত্তি শিল্পী সোমা মুৎসুদ্দী, কবি সজল দাশ, কানুরাম দে, কবি রাশিদুল ইসলাম, দিলীপ সেনগুপ্ত, এম শাকুর, সবুজ চৌধুরী রকি।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মানুষের কল্যাণেই প্রকৃত আনন্দ নিহিত। মানুষকে সাধ্যনুযায়ী সেবার হাত বাড়িয়ে দিতে হবে। তিনি সকলকে মানবিকগুণে সুন্দর সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন রমজান মাস আমাদের জন্য আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস। তাই আসুন আমরা যতটুকু মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই।