জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বাকলিয়া থানা শাখার উদ্যোগে মিয়া খান নগরস্থ অস্থায়ী কার্যালয়ে ইফতার পূর্বক আলোচনা সভা বাকলিয়া থানা শাখার সহ-সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈনুল আলম খানের স ালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিেেলন জাসদ চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী।
উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক জোট কেন্দ্রীয় নেতা হাসান শহীদ রানা, ডবলমুরিং থানা জাসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম আগ্রাবাদী, খুলশী থানা সাধারণ সম্পাদক আনিসুর রহমান, মহানগর যুবজোট নেতা সোহেল ইসলাম। আরও বক্তব্য রাখেন বাকলিয়া থানা জাসদের শফিকুল ইসলাম, মোঃ মহসিন খান, জামাল উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা দীর্ঘদিন দক্ষিণ এবং পূর্ব বাকলিয়ায় মশার ঔষুধ না ছিটানো এবং নালা নর্দমা পরিস্কার না করার ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। মশার ভয়াবহ উৎপাত ও আসন্ন বর্ষা মৌসুমের আগে নালা নর্দমা পরিস্কার করে বাকলিয়াবাসিকে জলাবদ্ধতা থেকে বাঁচানোর দাবি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দামবৃদ্ধির কারসাজিতে জড়িত সিন্ডিকেড ব্যবসায়ীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।