
চট্টগ্রাম সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে ১৮০ দিন দায়িত্বপালনকালে খোরশেদ আলম সুজনের ১৩টি সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব জহিরুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ মে অফিস আদেশটি জারি হলেও জানাজানি হয়েছে আজ বৃহস্পতিবার (২৬ মে)।তিন সদস্যের এই কমিটিতে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন) মুস্তাকিম বিল্লাহকে আহ্বায়ক, যুগ্মসচিব (পলিসি সাপোর্ট অধিশাখা) নুমেরী জামানকে সদস্য এবং উপ-সচিব জহিরুল আলমকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।