একজনের করোনা শনাক্ত পুরো জেলা লকডাউন চীনের হেবেই প্রদেশের একটি জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। কারণ সেখানে মাত্র একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চলতি সপ্তাহে এ নিয়ে দুইবার রাজধানী বেইজিংয়ের কাছের এলাকায় করোনা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হলো। শুক্রবার (২৬ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হেবেই প্রদেশের জিয়াংহে নামের জেলাটি এরই মধ্যে তিন লাখ ৮৪ হাজার মানুষকে ঘরে থাকার নির্দেশনা জারি করেছে। তাছাড়া অপ্রয়োজনীয় ব্যবসা ও পরিবহন ব্যবস্থাও স্থগিত করা হয়েছে। নাগরিকরা শুধু প্রয়োজনীয় ওষুধ ও করোনা টেস্ট করাতে বাইরে যেতে পারবে।জেলাটি বেইজিং থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত ও বাসিন্দারা প্রায়ই কাজের জন্য শহরটিতে যাতায়াত করে। এর আগে আটজনের করোনা শনাক্তের পর পার্শ্ববর্তী ঝুওঝুতে লকডাউন দেওয়া হয়।