মানুষের মস্তিষ্কের চেয়ে বেশি স্মার্ট হবে টেসলার মাইক্রোচি পবিশ্ব জুড়ে দিন দিন বাড়ছে বৈদ্যুতিক গাড়ি চাহিদা। আর এই প্রতিযোগিতার দৌড়ে সবার সামনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান টেসলা। প্রতিষ্ঠানটি প্রযুক্তিগত যে উন্নয়ন করছে তাতে ২০৩৩ সাল নাগাদ মানুষের মস্তিষ্কের তুলনায় বেশি কার্যকর ও স্মার্ট হবে টেসলার মাইক্রোচিপ।ভানারামার এক জরিপের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৩ সাল নাগাদ টেসলার স্মার্ট গাড়ি মানুষের চেয়েও বেশি স্মার্ট ও আধুনিক হবে।

মানুষের মস্তিষ্কের চেয়ে বেশি স্মার্ট হবে টেসলার মাইক্রোচিপ ভানারামা টেসলার মাইক্রোচিপের প্রসেসিং সক্ষমতা যাচাই করে। পরীক্ষা-নিরীক্ষায় কোম্পানিটি দেখতে পায়, ১১ বছরের মধ্যে টেসলার মাইক্রোচিপ কর্মক্ষমতার দিক থেকে মানুষের মস্তিষ্ককে ছাড়িয়ে যাবে।ছয় বছর আগে প্রতিষ্ঠানটি যে চিপ ব্যবহার করেছিল তার তুলনায় ডি১ চিপ ৩০ গুণ বেশি শক্তিশালী। এর মাধ্যমে বুঝা যায় যে, টেসলার চিপ উন্নয়নে ধারাবাহিক অগ্রগতি অব্যাহত রয়েছে।