
মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে রোববার (২৫নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল (৩৫) নামে এক হাজতি মৃত্যু হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।সে কালিহাতী উপজেলার সরাতৈল গ্রামের মো. খাদেম তালুকদারের ছেলে।
টাঙ্গাইল কারাগারের জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান, গত ১৫ নভেম্বর (বৃহস্পতিবার) সোহেলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় ভূঞাপুর থানা পুলিশ। রোববার সকালে হঠাৎ করে সোহেল কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়। সোহেল মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।