
চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৫ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জাপান সফর করবেন তিনি।মঙ্গলবার (১১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে জাপান সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তাকে অভ্যর্থনা জানাবেন জাপানের সম্রাট। শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি শীর্ষ বৈঠকেও মিলিত হবেন।
এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে নৈশভোজেরও আয়োজন করবে জাপান সরকার।
সফরে বিনিয়োগবিষয়ক শীর্ষ সম্মেলন, দ্বিপাক্ষিক বৈঠক এবং বাংলাদেশ সম্প্রদায়ের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সময় কয়েকজন জাপানি নাগরিকের হাতে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার’ সম্মাননা তুলে দেবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরে জাপানের সঙ্গে বেশ কয়েকটি সহযোগিতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চলতি বছরের মার্চ অথবা এপ্রিল মাসে জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছিলেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি।
গত বছরের ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা ছিল।