
ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির বায়োপিকে অভিনয়ের ইচ্ছার কথা প্রকাশ করলেন বলিউড তারকা রণবীর কাপুর। গতকাল বুধবার (১৫ নভেম্বর) ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ উপভোগ করতে দেখা গেলো অভিনেতাকে। সেমি ফাইনালের এদিন অভিনেতা বিরাট কোহলির বায়োপিক নিয়ে কথা বললেন।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, স্টার স্পোর্টসকে রণবীর কাপুর জানান, ‘বিরাট কোহলির বায়োপিক এলে তাতে তারই অভিনয় করা উচিত কারণ তাকে অনেক অভিনেতার থেকেই সুন্দর দেখতে। তিনি ভীষণ ফিটও।’ এদিন তিনি একই সঙ্গে জানান বিরাট তার পছন্দের খেলোয়াড়।
এসময় রণবীর আরো বলেন তার আজও ২০১১ সালের বিশ্বকাপের কথা মনে পড়ে। স্মৃতি হাতড়ে বলেন, ‘২০১১ সালে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে থেকেই এমএস ধোনিকে ট্রফি নিতে দেখেছিলাম। আশা করব আজ বিরাট কোহলি এবং রোহিত শর্মা ভালো খেলবেন।’
এদিন মাঠে রণবীরকে দেখা যায়। নীল রঙের ব্লেজার এবং ম্যাচিং প্যান্ট পরে তিনি এসেছিলেন এদিন।
ইতিমধ্যেই সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত রণবীরের অ্যানিমাল সিনেমার একাধিক গান, ট্রেলার মুক্তি পেয়েছে। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে এই সিনেমা। এই সিনেমায় রণবীর কাপুর ছাড়াও অভিনয় করেছেন ববি দেওল, রাশ্মিকা মান্দানা, তৃপ্তি দিমরি প্রমুখ।