মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
টাঙ্গাইলের মধুপুর উপজেলার পাহাড়িয়া অঞ্চল গাছাবাড়ী গ্রামে আবারও ধর্ষণের অভিযোগ উঠেছে।সে ৫ম শ্রেণীর ছাত্রী। ধর্ষিত হওয়ার ঘটনায় ধর্ষিতার মা আজ মঙ্গলবার (২৭ নভেম্বর) থানায় মামলা দায়ের করেছেন। স্থানীয় সংসদ সদস্য ড. অাঃ রাজ্জাককে হাসপাতালে পেয়ে বিষয়টি অবগত করে বিচার চেয়েছেন ধর্ষিতার মা।
অনুসন্ধানে জানাযায়,মধুপুরের গাছাবাড়ী গ্রামে উপজাতী দরিদ্র পরিবারের গ্রাব্রিয়েল ও জেরিনা বাসকরে।দম্পতির ১১ বছরের একটি মেয়ে আছে।সে ৫ম শ্রেণীর ছাত্রী।তার নাম পর্না চাম্বুগংক।সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় একই গ্রামের হানিফার বখাটে ছেলে অাল অামিন (১৫) ফুসলিয়ে বাড়ী হতে ডেকে নেয়। তারপর গ্রামের পাশে হাওদাবিলের ধারে নিয়ে ৫ বন্ধুকে পাহাড়া রেখে রাতভর ধর্ষন করে।পর্নার পরিবার রাতভর খোজাখুঁজির পর প্রতিবেশীদের জানায়। ধর্ষক অালামিন অবস্থা বেগতিক দেখে অাজ মঙ্গলবার (২৭ নভেম্বর) সকালে পর্নাকে বাড়ী পৌঁছে দেয়।মেয়ের মুখে ঘটনাবলী শুনে মা জেরিন বিষয়টি গ্রামবাসীদের জানিয়ে প্রথমে পর্নাকে মধুপুর হাসপাতালে পরে থানায় গিয়ে ধর্ষন মামলা করে। (মামলা নং- ১৭,তাং-২৭-১১-১৮।)
জেরিন পর্নার মা জানান, অালঅামিন মাদকসেবী লম্পট। পর্না গাছাবাড়ী ফাতেমা রানী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ছিল। গতকালই মেয়ের পিএসসি পরীক্ষা শেষ হয়েছে। খবর রেখে সুযোগ বুঝে লম্পট অাল অামিন মেয়েকে ডেকে নিয়ে ন্যাক্কারজনক এ কাজ করেছে।আমি এর বিচার চাই।ঘটনাটি মাননীয় সাংসদ ড. অাঃ রাজ্জাককে হাসপাতালে পেয়ে তিনি নিজে অবগত করে বিচার চেয়েছি।মাননীয় এমপি সাহেব মধুপুর থানাকে অাইনগত ব্যবস্থায় অপরাধীকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।
মধুপুর থানার সেকেন্ড অফিসার এসঅাই মোঃ ফখরুল ইসলাম ঘটনা ও মামলার কথা স্বীকার করে অাসামী গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে বলে জানান।