
আজকালের মধ্যে ১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এটা আমাদের স্ট্র্যাটেজি, ইলেকশন স্ট্র্যাটেজি। এটা তো ওপেনলি আমাদের জোটের চেয়ারম্যান বলে দিয়েছেন। কাজেই ওই সিদ্ধান্তে পরিবর্তন নতুন করে নেই।