আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের ভবিষ্যৎ কী? এ নিয়ে নতুন করে আবারও শুরু হয়েছে ধোঁয়াশা। কিছু দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তামিম ইকবাল।
সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে বৈঠক করেন তামিম। কিন্তু কী আলোচনা হয়েছে সে ব্যাপারে গণমাধ্যমে কোনো কথা বলেননি তামিম ইকবাল। এবার এ বিষয়ে মুখ খুললেন বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমে তিনি এসব বিষয়ে পরিষ্কার করেন।
সংবাদ সম্মেলনে তামিম ইস্যুতেও তিনি জানান, তামিমের বিষয়ে সিদ্ধান্ত হবে জানুয়ারিতে।
তিনি আরও জানান, সাকিবের দায়িত্ব ছাড়ার কথা জানে না বিসিবি। তিন ফরম্যাটের নেতৃত্বেই থাকছেন টাইগার অলরাউন্ডার। ইতোমধ্যে সাকিবকে বিষয়টি জানানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন জালাল ইউনুস।