
রোজিনা জান্নাত, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।
আজ শনিবার (১ ডিসেম্বর) সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের যুব বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইঁয়া নির্বাচনী প্রচারণায় সরাইলে আসছেন, এমন খবরে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার অনুসারীরা এখানে রেজাউলকে প্রতিরোধ করতে উপজেলা সদরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কয়েকশত নেতা, কর্মী ও সমর্থক অবস্থান নিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র সমাজের যুগ্ম আহবায়ক হুসাইন মুহাম্মদ আজাদ বলেন, সরাইলের মানুষ কোন বহিরাগত প্রার্থীকে মেনে নিবে না। রেজাউল ইসলামকে প্রতিহত করতেই আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি।
সরাইল উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোঃ এমদাদুল হক ছালেক বলেন, আজ সরাইলে রেজাউল ইসলাম ভূইঁয়া আসছে, এই খবরে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যতই চেস্টা করুক রেজাউল ইসলাম সরাইলে ঢুকতে পারবে না। তিনি আরো জানান, শুধু সরাইল উপজেলায় নয়, শাহবাজপুর এলাকায়ও নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন রেজাউলকে প্রতিহত করতে।
উল্লেখ্য, একাদশ জাতীয় নির্বাচনে রেজাউল ইসলাম ডিগবাজি দিয়ে তার শ্বশুর সাংসদ জিয়াউল হকের আসন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এ মহাজোটের মনোনয়ন বাগিয়ে নেন। এতে এখানকার জিয়াউল হকের সমর্থকেরা ফুঁসে উঠেছেন।