একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর আলম এর মনোনয়ন বাতিল হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে দেয়া পদত্যাগ না করায় তার মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
রোববার (২ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শফিউল আরিফ যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন।
জানা গেছে, ওই আসনে জাহাঙ্গীর আলমসহ বিএনপির ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। জাহাঙ্গীর আলম কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
উল্লেখ্য,লালমনিরহাট-২ আসনে বর্তমান সংসদ সদস্য,কালীগঞ্জ-আদিতমারী উপজেলার প্রাচীন আওয়ামী রাজনৈতিক পরিবারের সন্তান কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ।তিনি ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।