
লক্ষ্মীপুর প্রতিনিধি:রবিন হোসেন তাসকিন
চক্ষু চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে সংবাদ প্রকাশের পর অবশেষে লক্ষ্মীপুরে ডিবি পুলিশের জালে আটকা পড়লো সেই ভূয়া চিকিৎসক গাজী জাহাঙ্গির আলম মিঠুকে (৪৮)। শনিবার (১লা ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের হাসপাতাল রোডস্থ নিউ আধুনিক হাসপাতাল সংলগ্ন গণকল্যাণ প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ বাদি হয়ে ওই ভূয়া চিকিৎসকের বিরুদ্ধে প্রতারণা অভিযোগে মামলা দায়ের করেন এবং থানায় হস্তান্তর করেন।
গ্রেফতারকৃত গাজী জাহাঙ্গির আলম সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত বশির উল্লাহ মাষ্টারের ছেলে। তিনি ওই চিকিৎসা কেন্দ্রের কো-অর্ডিনেটর।
এর আগে গত শনিবার (২৪ নভেম্বর) ‘প্যারামেডিকেল সনদ নিয়েই চক্ষু অপারেশন!’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এছাড়াও ‘ডাক্তার নন, ত্রিশ টাকার চক্ষু চিকিৎসাসেবা নেন ১৫শ টাকা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর টনক নড়ে পুলিশ প্রশাসনের।
লক্ষ্মীপুর জেলা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মো. মোক্তার হোসেন জানান, গণ্যকল্যাণ নামে চিকিৎসা কেন্দ্রে ত্রিশ টাকার চিকিৎসা সেবার নামে একজন ভূয়া ডাক্তার চক্ষু অপরেশন করছেন। এছাড়াও প্রতারণার মাধ্যমে রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছেন। বিভিন্ন পত্রিকার মাধ্যমে সংবাদটি লক্ষ্মীপুর পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিনের দৃষ্টিগোচর হয়। পরে শনিবার দুপুরে পুলিশ সুপারের নির্দেশে ওই চক্ষু চিকিৎসা কেন্দ্রে অভিযানে যায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এক পর্যায়ে চিকিৎসারত অবসস্থায় ওই ভূয়া ডাক্তার গাজী জাহাঙ্গির আলম মিঠুকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় তার ভূয়া ডাক্তারি সিলসহ অন্যান্য সরঞ্জাম। এসময় চিকিৎসার নামে তার বিরুদ্ধে অসংখ্য প্রতারণার অভিযোগ উঠে আসে। পরে বিকেলে প্রতারণা আইনে মামলা দায়েরের পর তাকে লক্ষ্মীপুর থানায় হস্তান্তর করা হয়।
প্রসঙ্গ, লক্ষ্মীপুর পৌর শহরের নিউ আধুনিক হাসপাতালের কাছে এ প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র খোলে গণকল্যাণ মেডিকেল ফাউন্ডেশন নামে ঢাকার একটি সংস্থা। এখানে প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত দরিদ্রদের ৩০ টাকার বিনিময়ে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ দেয়ার কথা। অথচ দীর্ঘদিন থেকে ওই কেন্দ্রের দায়িত্বে থাকা কো-অর্ডিনেটর গাজী জাহাঙ্গির হোসেন নিজেই ডাক্তার সেজে রোগীদের ব্যবস্থাপত্র দিচ্ছেন। এমনকি চক্ষু অপারেশনের নামে প্রতারণা করে বিভিন্ন রোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা। এমনই এক ঘটনা গত ২১ নভেম্বর বুধবার চোখে ধান পড়ায় লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর এলাকার নাজমা বেগম তার পাঁচ বছর বয়সী মেয়েকে এ কেন্দ্রে নিয়ে আসেন। এ সময় গাজী জাহাঙ্গির চিকিৎসা কেন্দ্রে মেয়েটির চোখের অপারেশনের ‘ভান’ করেন রোগীর স্বজনদের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেন।