
‘ভোরের হাওয়ায় আভাস থাকে, সকাল হবে কি-না, গহীন রাত্রি শেষে আলো আসবেই’—এ রকম নান্দনিক কথামালা নিয়ে এবার হাজির হয়েছেন ভারতের জীবনমুখী গানের কিংবদন্তি শিল্পী নচিকেতা চক্রবর্তী ও বাংলাদেশের ব্যতিক্রমী গানের গায়ক আমিরুল মোমেনীন মানিক।
তাদের সঙ্গে গেয়েছেন শিশুশিল্পী সিফাত রিজওয়ান নাফি। আমিরুল মোমেনীন মানিকের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন অণু মুস্তাফিজ। গানটির ব্যবস্থাপনায় রয়েছে ডিভাইন স্টুডিও। আগামী ২৬ ডিসেম্বর মঙ্গলবার ‘মানিক মিউজিক’ নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি।
গানটি প্রসঙ্গে নচিকেতা চক্রবর্তী বলেন, ‘বিশ্বব্যাপী চলমান যুদ্ধ, দেশে দেশে অভ্যন্তরীণ সংঘাত এবং তরুণ প্রজন্মের ভেতরে জমাট হতাশার বিরুদ্ধে দারুণ আশা জাগানিয়া গান সকাল হবে কি?। বর্তমান সময়ের সঙ্গে চমত্কার মিল আছে গানটির। তাছাড়া মানিকের লেখা ও সুরের বৈচিত্র্যময়তার কারণে আশা করি সকলের হূদয় ছুঁয়ে যাবে।’
মানিক বলেন, ‘নচিকেতা চক্রবর্তী বাংলা গানের মাইলস্টোন। এক কথায় হূদয় উজাড় করে গেয়েছেন তিনি। শিশুশিল্পী নাফির কণ্ঠ গানটিকে অন্যমাত্রায় নিয়ে গেছে। তাছাড়া সম্পূর্ণ ব্যতিক্রমী ইন্সট্রুমেন্ট ব্যবহার করে সংগীতায়োজন করেছেন অণু মুস্তাফিজ। সব মিলিয়ে দীর্ঘদিন পর নতুন স্বাদ পাবে দর্শকরা।’ উল্লেখ্য, নচিকেতা ও মানিক এর আগেও জুটি বেঁধে বেশ ক’টি গান গেয়েছেন।