
চট্টগ্রামের আনোয়ারায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সমর্থনে উঠান বৈঠক চলছে। জনগণকে উদ্বুদ্ধ ও ভোটকে উৎসবমুখর ও নৌকার মার্কায় আগ্রহ বাড়াতে উঠান বৈঠক শুরু হয়েছে। এসব উঠান বৈঠকে মহিলারাও সম্পৃক্ত হচ্ছে। শুক্রবার রাতে আনোয়ারা উপজেলার তুলাতুলি গ্রামে উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আনন্দমোহন দত্তের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন আহমদ।, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আবু হানিফ। তুলাতুলী অতুলানন্দ আশ্রমের প্রাঙ্গনে নির্বাচন উপলক্ষে উঠান বৈঠকে বক্তব্য রাখেন মোহাম্মদ নূর, কংস রাজদত্ত দেবব্রত চৌধুরী ইটু,কাজল কান্তি দত্ত, প্রমতোষ চৌধুরী বিকম, ঋজু দেব, বিকম দেব, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নরেন্দ্রনাথ চৌধুরী, সম্পাদক দয়াল চৌধুরী, সাংন্টু চৌধুরী প্রমুখ। আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে হিন্দু সম্প্রদায় এলাকায় এই প্রথম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বক্তারা বলেন আগামী সাতই জানুয়ারি এলাকার উন্নয়নে ভোট কেন্দ্রে যাবেন, নৌকায় ভোট দেবেন।