
মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
টাঙ্গাইল সদর থানায় রোববার (২ ডিসেম্বর) পুলিশ ফাঁড়ির নতুন ভবনে স্থানান্তর করা হয়।এর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় টাঙ্গাইল পৌর এলাকার এলজিইডি মোড়স্থ নতুন ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সুপার শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আহাদুজ্জামান মিঞা, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রেজাউর রহমান, টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান,, বাস-মিনি বাস মালিক সমিতির সভাপতি চিত্ত রঞ্জন দাস,পৌর কাউন্সিলর তানভীর হাসান নোমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোশারফ হোসেন।