
১১ বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ে করেছেন নব্বই দশকের জনপ্রিয় মডেল ও অভিনেতা পল্লব।পল্লবের স্ত্রী ওয়াহিদা রাহী একজন ব্যবসায়ী। গত বছরের ১৩ জুলাই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পল্লবের স্ত্রী ওয়াহিদা রাহির বললেন, ‘আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমাদের ১১ বছরের প্রেম। অনার্স ফার্স্ট ইয়ার থেকে প্রেম করতেছি। বিয়ে তো করলাম মাত্র।’
পল্লব নব্বই দশকের কিছু বিজ্ঞাপন এবং বাংলাদেশের প্রথম প্যাকেজ নাটক ‘প্রাচীর পেরিয়ে’-তে অভিনয় করে বেশ পরিচিতি লাভ করেন। কিন্তু ধীরে ধীরে পর্দার সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন এ অভিনেতা।
পল্লব এখন কাজ করেন সাভারের একটি কারখানায়। তবে চাকরির ফাঁকেই দীর্ঘ ১৫ বছরের বিরতি ভেঙে অভিনয় করেছেন ওয়াজেদ আলী সুমনের ‘ছায়া’ সিনেমায়। এবার নির্মিতব্য সিনেমা ‘অপারেশন জ্যাকপট’-এর মধ্য দিয়ে আবারও পর্দায় আসেন।
ওয়াহিদা রাহী বলেন, ২০১২ সালের তাদের প্রথম পরিচয়। এরপর তারা একে অপরের সঙ্গে কথা বলতেন।এরপর ফোনে কথা বলতাম। আমাদের দেখাও হতো। ঘুরতে বের হতাম। একজন আরেকজনকে পছন্দ করতাম। যখন দেখলাম, পল্লব খুবই ভালো মানুষ, ভাবলাম আমার আগামী জীবনের মানুষ হিসেবে তাকেই চাই। ঠিক দুই বছর আগে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এরপর দুই পরিবারের সঙ্গে কথা বলে গত বছর বিয়েটা করে ফেললাম।’
পল্লব বলেন, ফেব্রুয়ারি ও মার্চে একটি আনুষ্ঠানের মাধ্যমে বিয়ের বিষয়টি প্রকাশ করতে চেয়েছিলাম। ঠিক আছে, এখন খবরটি প্রকাশ্যে এলেও সমস্যা নেই। আমরা তো বিয়ে করেছি।
পল্লবের অভিনয়ে অভিষেক ঘটে ১৯৯৫ সালে। আরেফিন বাদলের ‘প্রাচীর পেরিয়ে’ নাটকে অতিথি শিল্পী ছিলেন তিনি ও তানিয়া আহমেদ। এক যুগে কয়েক শ নাটকে অভিনয় করা হয়েছে তার।
চলচ্চিত্রেও অভিষেক হয় পল্লবের। শাহীন সুমন পরিচালিত ‘বিয়ে বাড়ি’ নামের সেই চলচ্চিত্রে পল্লব ছাড়াও ছিলেন শাকিব খান ও রোমানা।