অভিনেতা চঞ্চল চৌধুরী। একের পর এক সিনেমা-ওয়েব সিরিজ দিয়ে মুগ্ধ করছেন দুই বাংলার ভক্তদের। সফল কাজের তালিকায় যুক্ত করেছেন ‘কারাগার’, ‘হাওয়া’সহ বেশ কয়েকটি সিনেমা-ওয়েব সিরিজ। অর্জনের ঝুলিতে জমা করছেন দেশ-বিদেশের পুরস্কার ও সম্মাননা।
সম্প্রতি আমেরিকা থেকেও দুটি পুরস্কার পেয়েছেন তিনি। শুধু তাই নয়, আগামী ১৫ আগস্ট পশ্চিমবঙ্গের পর্দায় আসছে চঞ্চলের বহুল আলোচিত সিনেমা ‘পদাতিক’। সৃজিত মুখার্জির এই সিনেমাটিতে তিনি প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের ভূমিকায় হাজির হচ্ছেন। সিনেমাটিতে চঞ্চলের লুক, টিজার এরইমধ্যে মন জয় করেছে দুই বাংলার সিনেপ্রেমীদের।
বিষয়টি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘মৃণাল সেনের মতো বিখ্যাত মানুষের চরিত্রে অভিনয় করা আমার জন্য বড় বিষয়। অবশ্যই চরিত্রটি চ্যালেঞ্জিং ছিল। পদাতিক সিনেমায় অভিনয় করার পুরো কৃতিত্ব পরিচালকের। তিনি যেভাবে চেয়েছেন, সেভাবেই অভিনয় করেছি। অনেক অপেক্ষার পর পদাতিক আসছে। দর্শকদের মতো আমিও অপেক্ষায় ছিলাম।’
জানা গেছে, সিনেমাটিতে মৃণাল সেনের শৈশব থেকে সিনেমায় আসার গল্প, নির্মাণ ও তার ব্যক্তিজীবনের গল্প তুলে ধরা হয়েছে। এদিকে নতুন এই সিনেমাটির আলোচনা ছাপিয়ে আরেক কাজ দিয়ে শিরোনামে এলেন চঞ্চল। গত ঈদে মুক্তি পেয়েছে নির্মাতা রায়হান রাফীর ‘তুফান’। এই সিনেমাটির মাধ্যমে প্রথমবার শাকিব খান ও চঞ্চল চৌধুরী স্ক্রিন শেয়ার করেছেন।
শুধু তাই নয়, ঈদে মুক্তি পাওয়া অন্য ৪টি সিনেমাকে উড়িয়ে দিয়ে ব্যবসাসফল সিনেমার তকমা নিজের করে নিয়েছে তুফান। এমনকি দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার পাশাপাশি বিশ্বের বেশ কয়েকটি দেশে মুক্তি পেয়েছে এই সিনেমা। সেখানেও দারুণ ব্যবসা ও প্রশংসা পাচ্ছে তুফান। এমন সাফল্যের রেশ ধরে নির্মাতা রায়হান রাফী সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন। এবার তিনি জানালেন সিক্যুয়েলে কারা অভিনয় করবেন।
নির্মাতা জানান, এখনো আসন্ন চিত্রনাট্য নিয়ে কিছুটা ঘষামাজা চলছে। মাস দুয়েকের মধ্যে ‘তুফান টু’র শুটিং শুরু হতে পারে। রাফীর কথায়, ‘এবার আরো বড় পরিসরে আসবে তুফান। আগের সিনেমার প্রায় প্রত্যেক অভিনেতাই থাকবেন। টালিউডের প্রথম সারির আরো তারকা থাকতে পারেন। থাকবেন চঞ্চল চৌধুরীও।’ তবে নতুন পর্বে চঞ্চলের ভূমিকা কী থাকবে তা এখনই খোলাসা করতে চাননি তিনি।