বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ডামাডোল আবারও বাজছে। মিশা সওদাগর ও জায়েদ খান এবারের এক প্যানেলে শিল্পী সমিতির নির্বাচন করছে না। এমনটি জানিয়েছে মিশা সওদাগর।
যেহেতু শিল্পী সমিতির ক্ষেত্রে মিশা সওদাগর ও জায়েদ খান এক বৃন্তে দুটি ফুল। কেননা তারা দু‘জন এর আগে টানা দুই মেয়াদে এক প্যানেলের নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক ছিলেন।
মিশার আসন্ন নির্বাচনে মিশা সমিতির সভাপতি পদে নির্বাচন করতে চাইলেও জায়েদের সঙ্গে প্যানেল করতে চান না।
এ প্রসঙ্গে মিশা বলেন, ‘জায়েদ খান আমার ছোট ভাই। তার সঙ্গে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছি। আমি চাই, নতুন নেতৃত্ব আসুক। আমি যদি নির্বাচন করি তাহলে নতুন কারও সঙ্গে করব। আমি সলিড লোক, সলিড কথা বলতেই পছন্দ করি। তাই বলব, জায়েদ খানের সঙ্গে শিল্পী সমিতির নির্বাচন করার কোনো সম্ভাবনা আমার নেই।’
খুব দ্রুততম সময়েই ঘোষণা হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী তফসিল।
মিশা সওদাগর মনে করেন, জায়েদ খান এখন অনেক ব্যস্ত। ওর হাতে এখন অনেক কাজ। তাই ওর রেস্ট নেওয়া উচিত।