মোঃ জুয়েল রানা(চাঁদপুর)প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ায় এবছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলার ভূঁইয়ারা,মেঘদাইর,দহুলিয়া,সেঙ্গুয়া এনায়েত পুর,নন্দনপুর ও আলিয়ারাসহ বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, গত বছরের তুলনায় এ বছর আমন ধানের ফলন অনেক বেশি হয়েছে। তাই এবছর কৃষকদের মুখে হাসির ঝর্ণা বইছে। গ্রামের কৃষক- কৃষাণিরা এখন ধান কাটা এবং ধান মাড়াই নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। কৃষকেরা জানান, গত বছর আমরা ধান চাষাবাদ করে অনেক লোকসান দিয়েছি। আশানুরুপ ফলনও হয়নি আবার ধানের দামও ছিল কম। আর এই বছর আশ্বিন মাসেই মাঠের পানি শুকিয়ে গেছে। ফলে আমরা এবছরও লোকসান হবে ভেবে হতাশ হয়ে পড়ি। কিন্তু আবহাওয়া অনুকুলে থাকায় আল্লাহর রহমতে গত বছরের তুলনায় এ বছর ধানের ফলন অনেক বেশি হয়েছে। আবার ধানের ধামও গত বছরের তুলনায় এবছর অনেক বেশী। তাই আমরা আশা করি এবছর আমরা ধান বিক্রি করে লাভবান হতে পারবো।কচুয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর রোপা আমনের আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ১১০ হেক্টর। রোপণ করা হয়েছে ৫শ হেক্টর জমি। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ধানের বাম্পার ফলন হয়েছে। ফলে কৃষকের মুখে এখন ফসলের হাসি ফুটেছে।