
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে সুপার সিক্সে বাংলাদেশ যুব দলকে দুই ম্যাচ জিততেই হবে। একই সঙ্গে নেট রানরেটেও এগিয়ে থাকতে হবে।
আজ বুধবার দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ে ১৬৯ রানে অলআউট নেপাল।
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নেপাল। আগে ব্যাটিংয়ে নেমে ২৯ রানে ৩ উইকেট হারায় নেপাল। চতুর্থ উইকেট জুটিতে বিশাল বিক্রম ও ডেভ খানাল ১১৫ বলে ৬২ রানের জুটি গড়েন।
এরপর নেপালকে ফের চেপে ধরেন টাইগার বোলাররা। ৩ উইকেটে একটা পর্যায়ে নেপালের সংগ্রহ ছিল ৯১ রান। এরপর নিয়মিত উইকেট পতনের কারণে ৭৮ রানে ৭ উইকেট হারায় নেপাল।
শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ১৬৯ রানে অলআউট হয়ে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন বিশাল। ৩৫ রান করেন খালান। বাংলাদেশ যুব দলের হয়ে ৪ উইকেট নেন রোহানাত দৌলত বর্ষণ।