
অবস্থা এমন দাঁড়িয়েছে, আর একটি ম্যাচ হারলেই চলতি বিপিএল থেকে বাদ পড়তে হবে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। যদিও সেটি নির্ভর করছে ফরচুন বরিশালের ওপরও। ফলে শেষ মুহূর্তে এই ত্রিমুখী লড়াইয়ের জন্য জমে উঠেছে বিপিএল।
বিপিএল শেষ পর্যায়ে এলেও এখন পর্যন্ত প্লে অফের লাইনআপ নিশ্চিত হয়নি। মাত্র একটি দল নিশ্চিত করেছে নক-আউট পর্ব। বাকি তিনটি স্থানের জন্য লড়াইয়ে আছে চারটি দল। দুই শহরে আর বাকি তিন ম্যাচ ডে, ছয় ম্যাচ। জমে ওঠা বিপিএল-এর শেষটা উত্তেজনায় ভরা। একমাত্র রংপুর রাইডার্স নিশ্চিত করেছে প্লে-অফ খেলা। টানা সাত জয়ের পরও নিশ্চিত হয়নি সেটা প্রথম কোয়ালিফায়ার নাকি এলিমিনেটর।
দশম বিপিএলে চট্টগ্রাম পর্বের খেলা চলছে। সোমবার ও মঙ্গলবার মিলিয়ে মোট চারটি ম্যাচ হবে সেখানে। এর মধ্যে খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের লড়াই হবে বাঁচা-মরার। বিশেষ করে খুলনা-চট্টগ্রামের ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। এই ম্যাচে যারাই জিতবে, তারাই যাবে শেষ চারে। আর বরিশাল যদি তাদের পরের ম্যাচে হেরে যায় তাহলে খুলনা-চট্টগ্রাম-বরিশাল তিন দলের জন্যই শেষ চারে যাওয়ার লড়াই কিছুটা উন্মুক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে জয়ী দল বেশ এগিয়ে থাকবে।