আজ সোববার রাজধানীর মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। আগুনের কারণে আশাপাশের এলাকার মানুষ ভীড় জমাচ্ছে। এতে ফায়ার সার্ভিসের কাজে বিঘ্ন ঘটছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৭ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
আগুনের সংবাদ নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা অগ্নিকাণ্ডের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১২টা ৫৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবরে আমার চার ইউনিট ঘটনাস্থলে গেছে। পরে আরও দুই ইউনিট তাদের সঙ্গে যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।