অধিনায়ক লিটন কুমার দাসের ক্যারিয়ার সেরা ইনিংসের পরও পরাজয় এড়াতে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের গত দুই আসরের টানা চাম্পিয়নদের ১২ রানে হারাল সিলেট স্ট্রাইকার্স।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগে ব্যাট ৫ উইকেটে ১৭৭ রান করে সিলেট। দলের হয়ে মাত্র ৩১ বলে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেন বেনি হাওয়েল। এছাড়া ২৫ বলে ৩৩ রান করেন কেনার লুইস। ২০ বলে ২৮ রান করেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
টার্গেট তাড়া করতে নেমে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে শেষ ওভার পর্যন্ত খেলে ৫৮ বলে ৭টি চার আর তিন ছক্কায় ক্যারিয়ারসেরা ৮৫ রান করেন লিটন। তার এমন বিধ্বংসী ইনিংসের পরও অন্য ব্যাটসম্যানরা দায়িত্বশীল ইনিংস খেলতে না পারায় ১২ রানে হেরে যায় কুমিল্লা।
এই জয়ে তেমন কোনো লাভ হয়নি সিলেটের। ১১ ম্যাচ খেলে ৭টিতে হেরে যাওয়ায় আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে সিলেটের।
কুমিল্লা হারলেও তাদের তেমন সম্যা নেই। তারা ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করেছে। শেষ দুই ম্যাচে জিতে ফুরফুরে মেজাজে প্লে অফে যেতে চায় বিপিএলের গত নয় আসরে রেকর্ড চারবারের শিরোপাজয়ী দলটি।