
মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
টাঙ্গাইলের দেলদুয়ার আজ বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সৈয়দ আবদুল জব্বার সরকারি উচ্চবিদ্যালয়ে ছাত্রী ভর্তি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নিকটবর্তী শাফিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম ফেরদৌস আহমেদ,বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শহিদুর রহমানের সঞ্চালনায় ছাত্রীদের সাথে একাত্মতা পোষণ করে সমাবেশে বক্তব্য দেন, এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিরা আখতার, মহিলা ভাইস-চেয়ারম্যান রেবেকা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুজিবুল আহসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি সবুর মিয়া, ইউপি সদস্য সাদেক মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অপু তালুকদার শিপলু বক্তব্য দেন। পরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন।
জানাযায়,সৈয়দ আবদুল জব্বার সরকারি উচ্চবিদ্যালয়টি ১৯২০ সালে প্রতিষ্ঠা করা হয়। ১৯৮৫ সালে এটি সরকারীকরণ করা হয়। বিদ্যালয়টির গঠনতন্ত্রে মেয়েদের ভর্তির সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া ১৯৮৫ সালে সাবেক সেনাপ্রধান লে. জে. এম. আতিকুর রহমান তার শাশুড়ির নামে নামকরণ করে পাশেই শাফিয়া বালিকা উচ্চবিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তখন থেকে সৈয়দ আবদুল সরকারি উচ্চবিদ্যালয়ে ছাত্র এবং শাফিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে ছাত্রীরা লেখাপড়া করছে।কিন্তু সৈয়দ আবদুল সরকারি উচ্চবিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কানিজ সালমা গঠনতন্ত্রের অজুহাতে ছাত্রী ভর্তি করার উদ্যোগ নেন। এদিকে প্রায় ২০ গজ দূরে শাফিয়া বালিকা উচ্চবিদ্যালয়। ফলে ওই বিদ্যালয়ে ছাত্রী ভর্তি করা হলে শাফিয়া বালিকা উচ্চবিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত হবে।
এ ব্যাপারে সৈয়দ আবদুল জব্বার সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কানিজ সালমা বলেন, ছাত্রী ভর্তির ব্যাপারে মন্ত্রণালয়ের চাপ রয়েছে। তা ছাড়া স্থানীয় অনেক অভিভাবক নামমাত্র বেতনে তাদের মেয়েদের সরকারি এই বিদ্যালয়ে ভর্তি করাতে ইচ্ছুক। তাই আমরা ছাত্রী ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছি।