মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানাধীন পাথাইলকান্দি বাজারে ‘‘এশিয়া মেডিকেল হল’’ নামে ঔষুধের দোকানে ৬ ডিসেম্বর দুপুর অনুমান ৩.১৫ মিনিটে গ্রেপ্তার হন রিপন চন্দ্র কর্মকার (৩২)।তার পিতা মৃত অতুল চন্দ্র কর্মকার।গ্রাম খিলপাড়া (কর্মকার বাড়ী), থানা-চাটখিল, জেলা-নোয়াখালী।
সে সেনাবাহিনীর ইউনিফর্ম এর মত প্যান্ট পরিহিত অবস্থায় দোকানে গিয়ে নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে কতিপয় ঔষধের নাম লিখা একটি স্লিপ দিয়ে বলে যে, আমার মেজর স্যার রাস্তায় গাড়ীতে বসা আছে জরুরী ভিত্তিতে ঔষধগুলো দিন। দোকানদার দ্রুত স্লিপে বর্ণিত ঔষধগুলো দিয়ে ঔষধের মূল্য বাবদ-৫০০০/-(পাঁচ হাজার) টাকা চান।সে তাহার স্যারের নিকট হইতে টাকা নিয়ে আসবে বলে চলে যায়। কিছু সময় পর পুনরায় আসামী রিপন চন্দ্র কর্মকার ‘‘রেজাউল মডেল মেডিসিন সপ’’ দোকান হইতে একই কায়দায় কতিপয় ঔষধ সংগ্রহ করে যাহার মূল্য অনুমান-৭০০০/-(সাত হাজার) টাকা। সেনাবাহিনীর মেজর স্যারের পরিচয় দিয়ে চলে যায়।
বিষয়টি বাদীর সন্দেহ হলে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ধৃত করেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে কোন উত্তর দিতে পারে নাই। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় সে সেনাবাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে গিয়ে প্রতারণা মুলক কাজ সম্পাদন করে থাকে। প্রতারণা ছাড়া তার অন্য কোন পেশা নাই। সে নোয়াখালী জেলার চাটখিল থানার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী।
দোকানী রেজাউল করিম থানায় আসিয়া এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ সাহেব নিয়মিত মামলা রুজু করেন। আসামীকে পুলিশি প্রহরায় রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।