সকালে অনেকে মেট্রোরেল স্টেশন থেকে ফিরে যান। কারণ সকালে থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। বিদ্যুৎ বিভ্রাটের কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে মেট্রোরেল চলাচল। রোববার (৩১ মার্চ) সকালে ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ বিভ্রাটে ঘণ্টাখানেক বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।
তবে বৈদ্যুতিক সমস্যা কাটিয়ে উঠার পর সকাল পৌনে ৮টার দিকে আবারও চলাচল স্বাভাবিক হয়।
এর আগে রোববার ভোর থেকে রাজধানী প্রচণ্ড ঝড়-বৃষ্টি হয়। এতে করে বিভিন্নস্থানে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। অনেক এলাকায় বিদ্যুৎ চলে যায়। এদিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। রোববার (৩১ মার্চ) সকালে ঝড়-বৃষ্টির পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।
স্বাভাবিকভাবে মেট্রোরেল প্রতিদিন উত্তরা উত্তর প্রান্ত থেকে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম মতিঝিলের উদ্দেশে ছেড়ে আসে। অন্যদিকে মতিঝিল প্রান্ত থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ৩০ মিনিটে।
তবে বৈদ্যুতিক সমস্যার কারণে আজ রোববার সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের জন্য কাজ করা হচ্ছে। আশা করা হচ্ছে কাজ শেষ হলেই মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে।
এদিকে হঠাৎ মেট্রোরেল বন্ধ হওয়ায় অসুবিধায় পড়েছেন নিয়মিত যাতায়াতকারী যাত্রীরা। তাদেরই একজন জানিয়েছেন, সকালে স্টেশনে এসেছি। কিন্তু মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।
এর আগে গত ২৭ মার্চ থেকে মেট্রো চলাচলের সময় এক ঘণ্টা বাড়িয়েছে কর্তৃপক্ষ। আগে যেখানে মতিঝিল প্রান্ত থেকে সর্বশেষ ট্রেনটি ৮টা ৪০ মিনিটে ছেড়ে যেত সেখানে ওই দিন থেকে সর্বশেষ ট্রেন ছাড়ছে রাত ৯টা ৪০ মিনিটে।