
মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৩ টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।নাগরিক কমিটির আয়োজনে নাগরিক কমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য লয়লা সিদ্দিকীর সভাপতিত্বে উক্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আবদুল লতিফ সিদ্দিকী বলেন,আপনাদের কি বিশ্বাস হয় আমি হজ্ব নিয়ে কোন কথা বলতে পারি? এটা ছিলো একটা ষড়যন্ত্র ও অপপ্রচার। আপনারা কালিহাতীর মানুষ আমাকে নির্বাচিত করলে জনসেবা ও আবার আ’লীগে আশ্রয় পেতে পারি। আমি আবারও আপনাদের সেবা করার সুযোগ চাই,ট্রাক মার্কায় আপনাদের ভোট চাই। ভোটের দিন প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত কাগজ ও ঘোষনা ছাড়া কেন্দ্র ত্যাগ করবেননা।
কর্মী সভায় উপস্থিত ছিলেন, কালিহাতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ তোতা , অনুষ্ঠানটি সঞ্চাালনা করেন বাংড়া ইউপি চেয়ারম্যান হাসমত আলী,মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড.আজিজুর রহমান তোতা, এলেঙ্গা পৌরসভার মেয়র ও এলেঙ্গা পৌরআওয়ামীলীগের সহ-সভাপতি নূরআলম সিদ্দিকী,উপজেলা আওয়ামীলীগের সদস্য ও পাইকড়া ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ হোসেন,বীরবাসিন্দা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি ছোহরাব আলী,নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী,বল্লা ইউনিয়ন আ’লীগের সভাপতি মোফাখখারুল ইসলাম, বাংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোতালেব হোসেন, উপজেলা কৃষকলীগের আহবায়ক জমির উদ্দিন আমিরী, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির,যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম সিদ্দিকী পলাশ।