
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ দীর্ঘদিন ধরেই জাতীয় দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। বন্ধু সাকিব না চাওয়ায় গত বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি তামিমের। তার পর থেকেই জাতীয় দলের বাইরে দেশ সেরা ওপেনার তামিম।
টি-টোয়েন্টি সংক্ষিপ্ত ফরম্যাট থেকে এবার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদকে অবসরে যাওয়ার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ান সাবেক তারকা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট।
পেশাদার ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্য পেশায় জড়িয়ে যাওয়া অস্ট্রেলিয়ান তারকা উইকেটকিপার ব্যাটসম্যান বলেন, ‘বাংলাদেশ দলে কারা ভিত্তি হবে সেটি তাদের ঠিক করতে হবে। দলের নেতা কে হবে, কাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাবে এসব ভাবার সময় এখন। মাহমুদউল্লাহ ও সাকিব তাদের ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছে। তাদেরকে ছাড়াই এখন এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হবে বাংলাদেশের।’
ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে গিলক্রিস্ট বলেছেন, ‘বাংলাদেশের উচিত কিছু তরুণ খেলোয়াড়কে সুযোগ দেওয়া। তাদেরকে টানা খেলার সুযোগও দিতে হবে। কয়েকটা খারাপ পারফরম্যান্স গেলেই দল থেকে ছুঁড়ে ফেলা যাবে না। তারা সাউথ আফ্রিকার বিপক্ষে যেভাবে হেরেছে সেটি দলের আত্মবিশ্বাসের জন্য ভালো নয়। হ্যাঁ, এটির জন্য তারা সুপার এইটে উঠতে পারেনি এমন নয়। কিন্তু এসব ম্যাচে জয় মানসিকতায় অনেক প্রভাব ফেলতে পারে।’