ওসি কবীর বলেন, “রাতে হাজতে থাকা জুয়েল সকাল সাড়ে ৬টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে সিসিটিভি ভিডিওতে দেখা গেছে।
চট্টগ্রামে এক থানার হাজত থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে; যাকে মাত্র একদিন আগেই গ্রেপ্তার করা হয়েছিল।
বুধবার সকালে চান্দগাঁও থানা হাজতের ভেন্টিলেটরের সঙ্গে ‘গলায় ফাঁস দেওয়া’ অবস্থায় ২৬ বছর বয়সী মো. জুয়েলের মরদেহ পাওয়া যায় বলে ওসি জাহিদুল কবীরের ভাষ্য।
তিনি বলছেন, মঙ্গলবার রাত ১২টার দিকে কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকা থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ছিনতাইসহ অন্তত সাতটি মামলা আছে। তার বাসা চান্দগাঁও খেজুরতলা এলাকায়।
“হাজতে থাকা জুয়েল সকাল সাড়ে ৬টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সিসিটিভি ভিডিওতে সেটা দেখা গেছে। পরনের শার্ট ভ্যান্টিলেটরের সঙ্গে লাগিয়ে সে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।”
লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।