ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সোমবার (৮ জুলাই) রাশিয়ায় যাচ্ছেন। ২২তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে পুতিনের আমন্ত্রণে মস্কো যাবেন মোদি। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর এটিই মোদির প্রথম রাশিয়া সফর। সেখানে ৮ ও ৯ জুলাই অবস্থান করবেন ভারতের প্রধানমন্ত্রী।
শনিবার (৬ জুলাই) রাশিয়ার রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল (ভিজিটিআরকে) এর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, মস্কোতে প্রধানমন্ত্রী মোদির একটি পূর্ণাঙ্গ ও তাৎপর্যপূর্ণ সফর হতে যাচ্ছে এবং এই সফরে দুই নেতা অনানুষ্ঠানিক বিষয় নিয়েও আলোচনা করবেন বলে তাদের ধারণা।
কূটনৈতিক মহলের মতে, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য, ইউক্রেন যুদ্ধ থেকে প্রতিরক্ষা সমঝোতার বিষয়গুলি উঠে আসতে পারে মোদি-পুতিনের আলোচনায়।
এর আগে বৃহস্পতিবার (৪ জুলাই) দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভ্লাদিমির পুতিন ভারত ও রাশিয়ার মধ্যে বহুমুখী সম্পর্ক নিয়ে বিস্তৃত আলোচনা করবেন। এছাড়া পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট সমসাময়িক আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলো নিয়ে মতবিনিময় করবেন মোদি ও পুতিন।
পেসকভ জানান, আলোচনায় বেশ কয়েকটি এজেন্ডা প্রাধান্য পাবে। এটি একটি অফিসিয়াল সফর এবং আমরা আশা করি, দুদেশের প্রধানের এই আলোচনা বন্ধুত্বপূর্ণ হবে।
পেসকভ বলেন, ‘রুশ-ভারত সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে রয়েছে। ক্রেমলিনে দুনেতার মধ্যে প্রত্যক্ষ আলোচনা হবে এবং সেখানে দুদেশের প্রতিনিধিদল উপস্থিত থাকবে।
তিনি আরও বলেন, ‘আমরা একটি অত্যন্ত কার্যকর এবং পূর্ণাঙ্গ সফরের প্রত্যাশা করছি, যা রাশিয়া-ভারত সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ।’
মোদির শেষ রাশিয়া সফর ছিল ২০১৯ সালে। যখন তিনি সুদূর পূর্ব শহর ভ্লাদিভোস্টকের একটি অর্থনৈতিক সম্মেলনে যোগ দিয়েছিলেন।
পর্যবেক্ষকরা বলছেন, ভারতের প্রধানমন্ত্রী ও রুশ রাষ্ট্রপতির মধ্যে বার্ষিক শীর্ষ সম্মেলনে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।