চট্টগ্রামের আনোয়ারায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর এপিএস রিদুয়ানুল করিম চৌধুরী সায়েমসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফ মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। পিবিআই নির্দেশ পাওয়ার পর মামলার তদন্ত শুরু করেছে। মামলাটি করেন কাকন আইচ নামে এক আওয়ামী লীগ কর্মী।
মামলার অন্য আসামিরা হলেন, শওকত ওসমান, জসিম উদ্দিন, রিদুয়ানুল হক রহিম, আলমগীর চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, এমএ কাইয়ুম শাহ ও এমএ মান্নান চৌধুরী। এর মধ্যে কাইয়ুম শাহ বারশত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং এমএ মান্নান চৌধুরী আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-(পিবিআই) মেট্রো অঞ্চলের পুলিশ সুপার নাইমা সুলতানা বুধবার বলেন, ‘আদালতের আদেশ পাওয়ার পর পরিদর্শক ইখতিয়ার উদ্দিনকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তিনি মামলার তদন্তকাজ শুরু করেছেন।’