নরসিংদী কারাগারে হামলা চালিয়ে কয়েকশো বন্দিকে ছিনিয়ে নিয়েছে আন্দোলনকারীরা নরসিংদীর কারাগারে হামলা চালিয়েছে আন্দোলনকারীরা। এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, এরপর কয়েকশ বন্দি কারাগার থেকে পালিয়ে গেছেন।
নরসিংদী কারাগারে হামলা চালিয়ে কয়েকশো বন্দিকে ছিনিয়ে নিয়েছে আন্দোলনকারীরা নাম প্রকাশ না করার শর্তে এই পুলিশ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, “বন্দিরা পালিয়ে যাওয়ার পর আন্দোলনকারীরা কারাগারে আগুন ধরিয়ে দেয়।
আমি জানি না পালিয়ে যাওয়া বন্দিদের সংখ্যা কত, তবে এ সংখ্যা কয়েকশও হতে পারে।”
নরসিংদীর এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা মৌসুমী সরকার এএফপিকে কারাগারে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ নিয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি। কারাগারের পাশে বাস করা রিপন নামের এক ব্যক্তি এএফপিকে জানিয়েছেন, অন্তত ২০ জনকে ব্যাগে তাদের জিনিসপত্র নিয়ে কারাগার থেকে বেরিয়ে যেতে দেখেছেন।
(সূত্র: এএফপি, রয়টার্স)