কখন ফিরবে ইন্টারনেট সংযোগ কেউ জানে না ইন্টারনেট সংযোগ থেকে বাংলাদেশ ৪৫ ঘণ্টার বেশি সময় বিচ্ছিন্ন থাকলেও কখন পুনরায় এই সেবা পাওয়া যাবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না। দেশটিতে সব ধরনের ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। ঢাকার মহাখালীর বিটিআরসি ভবনে ক্ষতিগ্রস্ত ডেটা সেন্টার ও সঞ্চালন লাইন পুনঃসংযোগ ও মেরামতের কাজ চলছে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।

কখন ফিরবে ইন্টারনেট সংযোগ কেউ জানে না চেয়ারম্যানের বরাতে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা নূর এ খাজা জানান, ইন্টারনেট সংযোগ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ চলছে। এখন পর্যন্ত কাজের বেশ অগ্রগতি হয়েছে। কর্তৃপক্ষ সঞ্চালন লাইনের কথা বললেও মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ রয়েছে। কবে নাগাদ ইন্টারনেট সংযোগ ফিরবে সে বিষয়ে কোন স্পষ্ট বার্তা পাওয়া যায়নি।