মার্কিন কংগ্রেসে ভাষণ দিলেন নেতানিয়াহু ব্যাপক বিক্ষোভ মার্কিন কংগ্রেসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ ঘিরে ক্যাপিটাল হিলের বাইরে জড়ো হওয়া হাজারো ফিলিস্তিনপন্থি বিক্ষোভ করেছে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের ওপর পিপার স্প্রে ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (২৪ জুলাই) যুক্তরাষ্ট্রের সময় দুপুর ২টায় সিনেট ও প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশনে নেতানিয়াহু ভাষণ দেয়া শুরু করেন। ইসরাইলি প্রধানমন্ত্রীর ভাষণের আগেই ক্যাপিটার হিলের বাইরে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা।

ক্যাপিটল পুলিশ জানিয়েছে, নেতানিয়াহু বক্তৃতা শুরু করার কিছুক্ষণ আগে কিছু বিক্ষোভকারী সহিংস হয়ে উঠে। এক বিবৃতিতে পুলিশ বলেছে, বিক্ষোভকারী পুলিশের আদেশ অমান্য করেছে। যারা আইন ভঙ্গ করে পুলিশের দেয়া লাইন অতিক্রম করার চেষ্টা করেছে তাদের ওপর পিপার স্প্রে ব্যবহার করা হয়েছে। এদিকে কংগ্রেসে দেয়া ভাষণে ইসরাইলি প্রধানমন্ত্রী ৭ অক্টোবরের হামলাকে নিউইয়র্কে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার সঙ্গে তুলনা করেছেন।
গাজা যুদ্ধে জয়ের আশ্বাস দিয়ে তিনি বলেন, ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে একসাথে দাঁড়ায় সেখানে আমরা জিতেছি, তারা হেরেছে।হামাসের সমালোচনা করে নেতানিয়াহু বলেন, হামাস আক্রমণকারীরা নারীদের ধর্ষণ করেছে, পুরুষদের শিরশ্ছেদ করেছে, শিশুদের জীবন্ত পুড়িয়ে দিয়েছে। ভাষণে গাজা থেকে অনেক জিম্মি উদ্ধারের জন্য ইসরাইলি সেনাবাহিনীর প্রশংসা করেন নেতানিয়াহু।
এছাড়া যুদ্ধের শুরু থেকে ইসরাইলের পাশে থাকায় প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি কৃতজ্ঞতা জানান। এর আগে, নজিরবিহীন কড়া নিরাপত্তায় নেতানিয়াহুর ভাষণের আগে ক্যাপিটল হিলের চারপাশে যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।বুধবার সকালে ক্যাপিটল ভবনের সামনে অর্থোডক্স ইহুদিরা রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়ায়। দূরে পুলিশের সাইরেন বাজলে বিক্ষোভকারীরা ‘বিশ্বব্যাপী ইহুদিরা ইসরাইলি রক্তাক্ত বর্বরতার নিন্দা জানায়’ এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ (ফিলিস্তিন মুক্ত হোক) লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে।