শাফাত রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের মিলনায়তনে সোমবার সন্ধ্যায় প্রভোস্ট অ্যাওয়ার্ড, বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ. জে. এম. শফিউল আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান। আলোচক হিসেবে ছিলেন শহীদ ডা. আলীম চৌধুরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজয় একাত্তর হলের হাউজ টিউটর ড. খাদেমুল হক।
উপাচার্য ড. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অসাম্প্রদায়িকতা, মানবিক গুণাবলি, চেতনার বিকাশ ঘটানো, উদার নৈতিকতা- এসকল গুণাবলির অনুশীলন ক্ষেত্র। আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসকল গুণাবলির চর্চা করবে।
হেলাল মোর্শেদ খান বলেন, আমরা যে উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ করেছি, মানুষ জীবন দিয়েছে, সেই চেতনা যেন হারিয়ে না যায়। এমন যেন না হয়, আমরা মারা যাওয়ার পর আমাদের কবরের উপর স্বাধীনতাবিরোধীরা দাড়িয়ে আমাদের ঘৃণার চোখে দেখে। এজন্যে মুক্তিযুদ্ধের পক্ষেই যেন তরুণদের প্রথম ভোটটা যায়।
অনুষ্ঠানে সাংস্কৃতিক ও সাহিত্য বিষয়ে ১১টি এবং খেলাধুলায় ৪টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া বিভাগে ভালো ফল করায় ১২ জনকে প্রভোস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।