গণপিটুনিতে জায়েদ খান নিহত মৌলভীবাজারের কুলাউড়ায় চুরি করতে গিয়ে জায়েদ খান (২৮) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে সদর ইউনিয়নের বালিশিরি গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জায়েদ খান ওই গ্রামের বাসিন্দা স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে জায়েদ খান বালিশিরি গ্রামের একটি কেজি স্কুলে ফ্যান চুরি করতে যায়। এ সময় স্থানীয় জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়।