
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
ছাতকে জেএসসি পরীক্ষায় উপজেলার ৫হাজার ১শ’ ৯৪ পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৪ হাজার ৭শ’ ৩৬ জন শিক্ষার্থী। জিপিএ-৫ লাভ করেছে ৪২জন শিক্ষার্থী। পাশের হার শতকরা ৯১.১৮ ভাগ। জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল অনুযায়ী ১০টি জিপিএ-৫ পেয়ে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় শীর্ষ স্থানে রয়েছে। ৭টি জিপিএ-৫সহ শতভাগ ফলাফল করে সাউথ ওয়েষ্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ ২য় স্থানে রয়েছে। এছাড়া ছাতক সরকারী বহুমুখী মডেল হাইস্কুল চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, এসপিপিএম উচ্চ বিদ্যালয় ৩টি করে জিপিএ-৫ লাভ করেছে। মইনপুর উচ্চ বিদ্যালয়, ঝিগলী স্কুল এন্ড কলে ও আনুজানী জনকল্যাণ উচ্চ বিদ্যালয় শতভাগসহ ২টি করে জিপিএ-৫ লাভ করেছে। এছাড়া মনিরজ্ঞাতি উচ্চ বিদ্যালয় ২টি, সমতা স্কুল এন্ড কলেজ, সিসিএফ উচ্চ বিদ্যালয়, ইসলামপুর উচ্চ বিদ্যালয়, নতুন বাজার উচ্চ বিদ্যালয়, পাইগাঁও উচ্চ বিদ্যালয়, শুকুরুন্নেছা চৌধুরী স্মৃতি উচ্চ বিদ্যালয়, গনিপুর উচ্চ বিদ্যালয় ও জাহিদপুর উচ্চ বিদ্যালয় ১টি করে জিপিএ-৫ লাভ করেছে। জেডিসি পরীক্ষায় ২৪টি মাদ্রাসার ১হাজার ৪শ’ ৫১ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১হাজার ৩শ’ ৬৪জন। জিপিএ-৫ পেয়েছে ১জন শিক্ষার্থী। পাশের হার শতকরা ৯৪ ভাগ। পিইসি পরীক্ষায় উপজেলার ৮হাজার ৪শ’ ৮০ জন শিক্ষার্থীর মধ্যে ৮ হাজার ২শ’ ৩০ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ লাভ করেছে ২৯৪ জন শিক্ষার্থী। পাশের হার শতকরা ৯৭.০৫ভাগ। শতভাগ ফলাফলসহ ৪৩টি জিপিএ-৫ পেয়ে উপজেলা ও জেলার শীর্ষে রয়েছে মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়। ২০টি জিপিএ-৫ পেয়ে বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ২য় স্থানে রয়েছে। এছাড়া নোয়ারাই সরকারী প্রাথমিক বিদ্যালয় ১১টি, তাতিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৮টি, সিসিএফ সরকারী প্রাথমিক বিদ্যালয় ৭টি, জাহিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মোল্লাহাতা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬টি করে, টেটিয়ারচর লতিফিয়া ইসলামীয়া কিন্ডারগার্টেন ৩টি, শ্যামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও গোবিন্দনগর ২টি করে জিপিএ-৫ লাভ করেছে। ইবতেদায়ী পরীক্ষায় ১হাজার ৭জনের মধ্যে ৯শ’১৯ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ লাভ করেছে ১৮জন শিক্ষার্থী। পাশের হার শতকরা ৯৭.৬৫ ভাগ।