আরিফুল ইসলাম সুমন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।।
এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন মঈন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের একজন সতন্ত্র প্রার্থী।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই আসনের তিনটি কেন্দ্রের ভোটের ফলাফল স্থগিত থাকায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি। আসনটির ১৩২ কেন্দ্রের মধ্যে বাকি ১২৯ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছে বিএনপি।ধানের শীষের প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়া পেয়েছেন ৮২ হাজার ৭২৩। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মাঈন উদ্দিন মঈন পেয়েছেন ৭২ হাজার ৫৬৪ ভোট। স্থগিত ঘোষণা করা ওই তিন কেন্দ্রে মোট ভোট ১০ হাজার ৫৭৪। স্বতন্ত্র প্রার্থী মো. মাঈন উদ্দিন পিছিয়ে আছেন ১০ হাজার ১৫৯ ভোটে।স্থগিত কেন্দ্র তিনটি নির্বাচনী এলাকা আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আজ বুধবার (৯ জানুয়ারী) এই তিন কেন্দ্রের পুনরায় ভোট গ্রহণ। এই তিন কেন্দ্রে গ্রহণযোগ্য সুষ্ঠু ভোট গ্রহণে প্রশাসন কার্যত কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।এদিকে গত শনিবার (৫ জানুয়ারি) বিএনপি প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূইঁয়া এক সাংবাদিক সম্মেলনে দাবি করেন, স্থগিত সেই তিন কেন্দ্রে মৃত ও প্রবাসী ভোটারের সংখ্যা ৫৬৩। এতে ভোটের হিসেবে ধানের শীষ প্রতীকে সাত্তার ভূইঁয়া এগিয়ে।অপরদিকে মঈন উদ্দিন এমপি নির্বাচিত হতে হলে এই তিন কেন্দ্রের সকল ভোট তাকে পেতে হবে। মঈন অনুসারীরা সকল ভোট নিজেদের পক্ষে নিতে দৌড়ঝাঁপ অব্যাহত রেখেছেন। আবার বিএনপি প্রার্থী সাত্তার ভূইঁয়ার সমর্থকরা নিজেদের বিজয় নিশ্চিত করতে চেস্টা অব্যাহত রেখেছেন।