মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
টাঙ্গাইলের ভূঞাপুরে আজ ২৭ জানুয়ারি রবিবার ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ রাশিদুল ইসলাম, টাঙ্গাইল সাহেবের নির্দেশ ক্রমে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ভূঞাপুর থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল মাদক দ্রব্য উদ্ধার অভিযান বিশেষ অভিযান পরিচালনা করেন।এঅভিযানে ১ জন মাদক ব্যবসায়ী এবং ১৪ জন জুয়াড়ী গ্রেপ্তার হয়েছে। বিশেষ অভিযান পরিচালনাকালে ভূঞাপুর থানায় কর্তব্যরত অফিসার ও ফোর্সের সহায়তায় মাদক ব্যবসায়ী মোঃ আঃ কাদের(৪৫), পিতা- মোঃ মৃত নায়েব আলী, সাং-
কুঠি বয়ড়াকে ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন।অভিযানে জুয়াড়ী কানাই শীল(৩৫) পিতা- নারায়ন চন্দ্র শীল,নিরঞ্জন চন্দ্র শীল(২৬),রাম চন্দ্র শীল,শিবু চন্দ্র শীল,লক্ষন শীল,সর্ব পিতা- কালা চাঁন শীল,আনোয়ার (৪৫), পিতা- মৃত দারোগ আলী,হাসান মিয়া(২৫)পিতা- মোঃমোকছেদ আলী,এরশাদ মিয়া পিতা- মৃত আঃ ছালাম,শাহাজামাল (২২) পিতা- মৃত শুকুর আলী,শাহজামাল(৩৫) পিতা- মৃত মুনহাজ আলী,রফিক মিয়া(২৫) পিতা- শাহজাহান,ইয়ার আলী(৩২) পিতা- মৃত আঃ খালেক,হারুন মিয়া(২৩) পিতা- মৃত মুনছের আলী, সর্ব সাং- ভারই ,বেল্লাল(৩৫) পিতা- মৃত রশিদ তালুকদার সহ মোট ১৪ জন জুয়াড়ী গ্রেপ্তার হয়েছে। ভূঞাপুর থানা পুলিশ জানান,গ্রেপ্তারকৃত আসামীদেরকে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।