মোঃ তাজুল ইসলাম মিয়াজী: ওমান প্রতিনিধি
ওমান সালালাহ্ গাড়ির ব্যটারি সর্ট হয়ে অগ্নিকান্ডে ঘটনা ঘটে এতে প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এতে পুড়ে গেছে ৩ টি প্রাইভেটকার। গত কাল রাত স্থানীয় সময় রাত ১১ টায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন জানান, প্রতিদিনের মত গাড়ী পারকিং করে সবাই বাসায় চলে যায়, কিন্তু কি ভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটে তা কেউ বলতে পারেনা কেউ বলছে গাড়ী ব্যাটারি কান্টে লুজ হয়া ব্যাটারি সর্ট হয়ে এ অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।
পরে ওমান রয়েল পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ওমান সংবাদদাতা জানায়, গাড়ি ব্যটারি বাস্ট হয়ে এই আগুনের উৎস বলে জানায়। এ ব্যাপারে ওমান রয়েল পুলিশ এখনো পর্যন্ত কিছু নিশ্চিত করে বলতে পারেনি। তবে অগ্নিকান্ডের এ বিষয়টি খতিয়ে দেখবে ওমান রয়েল পুলিশ।