
আরিফুল ইসলাম সুমন, নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া ।।
শুক্রবার সরকারি ছুটির দিন। উপজেলা প্রশাসনের সকল দফতর তালাবদ্ধ। এখানকার সরকারি দফতরগুলোর কোনো কর্মকর্তা তাদের কর্মস্থল এলাকায় থাকেন না। জেলা শহর থেকে এসে এসব কর্মকর্তারা এখানে অফিস করেন। বিষয়টি নিশ্চিত হয়েই ইউপি চেয়ারম্যান সেচ্ছাচারিতার মাধ্যমে জনসাধারণের চলাচলের একটি জনগুরুত্বপূর্ণ রাস্তার ইট শ্রমিক দিয়ে তুলে নিয়ে যাচ্ছেন। এতে জনদূর্ভোগের কথা চিন্তা করে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। বিষয়টি তারা উপজেলা নির্বাহী অফিসারকে মুঠোফোনে জানিয়েছেন।
শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটছে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল বাজার এলাকায়।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বেশকয়েকজন শ্রমিক অরুয়াইল বাজার এলাকায় একটি চলাচলযোগ্য ব্যস্ততম রাস্তার ইট শাবল দিয়ে তুলেই যাচ্ছেন। এতে সড়কে সিএনজি অটোরিকশা সহ জনসাধারণদের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। সাংবাদিক পরিচয় পেয়ে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন, দেখুন একটি ভালো রাস্তার ইটগুলো তারা তুলে কিভাবে নিয়ে যাচ্ছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়েছে। এখন বৃষ্টি হলেই এ পাকা রাস্তায় কাদামাটি হয়ে যাবে।
এদিকে সড়কে ইট তোলার কাজে নিয়োজিত শ্রমিকেরা তাদের নাম-পরিচয় দিতে অপরাগতা প্রকাশ করে জানান, তারা স্থানীয় ইউপি চেয়ারম্যানের নির্দেশে এই সড়কের ইট তুলে নিচ্ছেন। শুক্রবার ও শনিবার সরকারি বন্ধের এই দুই দিনের মধ্যে এ রাস্তার সম্পূর্ণ ইট তোলার কন্ট্রাক্ট (চুক্তি) নিয়েছেন তারা চেয়ারম্যানের কাছ থেকে।এ বিষয়ে জানতে যোগাযোগ করলে অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূইঁয়া এ রাস্তার ইট তোলার কথা স্বীকার করে এই প্রতিবেদককে বলেন, শ্রমিকরা আমার নির্দেশেই রাস্তার ইট তুলছেন। সরকারি এই রাস্তার ইট অন্য কোথাও নেয়া হচ্ছে না,
নিরাপদ স্থানে রাখা হচ্ছে দাবি করে ইউপি চেয়ারম্যান বলেন, এ রাস্তাটি নিঁচু বর্ষাকালে এখানে পানি জমে। তাই সরকারি কোনো বরাদ্দে নই, নিজের পকেটের টাকায় আমি এই রাস্তায় বালু ফেলে পুনরায় ইট বিছিয়ে দিব। এই ইউপি চেয়ারম্যান আরো বলেন, আমি সরকারি বরাদ্দের জন্য লালায়িত নই। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমি এলাকায় অন্তত ৫০টিরও বেশী উন্নয়ন কাজ করিয়েছি নিজের ব্যক্তিগত টাকায়।
অপরদিকে অরুয়াইল ইউনিয়ন পরিষদের দুইজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে বলেন, ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইঁয়া নিজের ব্যক্তিগত মোটা অংকের টাকা ঘুষ দিয়ে এখানে রাস্তার পাকা কাজ আনতে সংশ্লিষ্ট বিভাগে প্রকল্প তৈরির পর কাগজপত্র জমা দিয়েছেন। শুনেছি ওই বিভাগের লোকেরা এখানে রাস্তা দেখতে আসতে পারে। তাই চেয়ারম্যান তাড়াহুড়ো এই ভালো রাস্তার সম্পূর্ণ ইট তোলে ওই লোকদের এখানকার সমস্যা ও জনদূর্ভোগ দেখাতেই এই নাটকীয়তার সৃষ্টি করছেন।
অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অরুয়াইল বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবু তালেব মিয়া বলেন, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন এখানে সেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন। সরকারি ছুটির ফাঁকে চেয়ারম্যান ভালো রাস্তার ইট তোলে তার বাড়িতে নিয়ে যাচ্ছেন। তিনি এখানে বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি চালিয়ে লুটপাটের রামরাজত্ব চালিয়ে। তার এসব অপকর্মে আমরা জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েও চেয়ারম্যানের সেচ্ছাচারিতা বন্ধ করা যাচ্ছে না।এ ব্যাপারে জানতে মুঠোফোনে যোগাযোগ করলে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা বলেন, রাস্তার ইট তুলে ফেলার বিষয়টি মুঠোফোনে স্থানীয় লোকজন আমাকে জানিয়েছে। অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।