
বাংলাদেশ জাগ্রত পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী খোকন স্মরণসভা ও দোয়া মাহফিল ৩ ফেব্রুয়ারি ২০১৯ বিকাল ৫ ঘটিকায় চট্টগ্রাম নগরীর জামাল খান চেরাগী পাহাড় মোড় সংলগ্ন কদম মোবারক এম ওয়াই উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র মিসেস হাসিনা জাফর। দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি কামাল হোসেনের স ালনায় স্মরণসভায় স্বাগত বক্তব্য
রাখেন সাপ্তাহিক চাঁটগার চট্টগ্রাম প্রতিনিধি রোকন উদ্দিন আহমদ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাসিক আলোকিত লোহাগাড়ার সম্পাদক অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাশেমী।
স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফেডারেশনের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের গভনিং বডির সভাপতি কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী হাসিনা জাফর বলেন, অন্যায়ের বিরুদ্ধে সারাক্ষণ
প্রতিবাদী ছিলেন আজিজুল হক চৌধুরী খোকন। যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিবাদ করেছেন তিনি। দুর্নীতির বিরুদ্ধের তাঁর অবস্থান ছিল সুদৃঢ়। তিনি অন্যায় অবিচার দুর্নীতির কাছে মাথানত করেননি কোন দিন। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বৃষ্টিতে ভিজে রোদে পোড়ে সতীর্থদের নিয়ে মানববন্ধন, প্রতিবাদ সভা, স্মারকলিপি ও মৌন মিছিল করেছেন তিনি। তাঁর এমন অনেক আয়োজনে যোগদান-আর্থিক সহযোগিতা করেছি আমি।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুকতাদের আজাদ খান বলেন, বাংলাদেশ মানবাধিকার ফেডারেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী খোকন মানববাধিকার রক্ষায় সর্বত্র সজাগ ছিলেন। অধিকার বি ত মানুষের অধিকার আদায়ে কখনো আপোষ করেননি প্রলোভনের কাছে। সমাজের অবহেলিত নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষেই ছিল তার অবস্থান। এমন একজন দেশপ্রেমিক নাগরিকের স্মরণসভার আয়োজন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। স্মরণসভায় আলোচনায় অংশ নেন খ্যাতিমনা কবিয়াল কল্পতরু ভট্টাচার্য্য, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম মহানগর
কমিটির সাধারণ সম্পাদক চন্দন পালিত, হৃদয়ে বাংলাদেশ চেতনায় মুক্তিযুদ্ধ সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার টি কে শিকদার, সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের প্রচার সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল, মোরা পত্র লেখক সমাজের সভাপতি সজল দাশ, মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদের সভাপতি সালাহ উদ্দিন লিটন, দৈনিক আমার বাংলার চট্টগ্রাম প্রতিনিধি লায়ন আবু ছালেহ, সাপ্তাহিক চট্টবানীর নির্বাহী সম্পাদক এস ডি জীবন, গ্রামীন ফটো গ্যালারীর পরিচালক ওছমান জাহাঙ্গীর, সাম্প্রতিক দেশকালের চট্টগ্রাম প্রতিনিধি ইমরান সোহেল,
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী টুটুল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন নাবিল, বাংলাদেশ মানবাধিকার ফেডারেশন বন্দর থানা কমিটির সভাপতি মোঃ সেলিম, চন্দনাইশ ছাত্র সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক নোমান উল্লাহ বাহার, সুনিল কৃষ্ণ দে চৌধুরী, দৈনিক রূপালীর স্টাফ রিপোর্টার তরুণ বিশ্বাস অরুন, সিটিজিটাইমস্ ডটকমের স্টাফ রিপোর্টার আব্দুল কাইয়ুম, দৈনিক সন্ধ্যাবাণীর চট্টগ্রাম প্রতিনিধি কাজী জাহাঙ্গীর আলম, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহ-সম্পাদক শিপক কুমার নন্দী,
মাসিক অভিযাত্রী সম্পাদক এম এইচ সোহেল, সাংবাদিক রেজা জামশেদ, জাফর আলম, রুমা দাশ, রূপন কুমার বড়ুয়া, সালাম উল্লাহ, আনোয়ার হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, বাংলাদেশ মানবাধিকার ফেডারেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী খোকন ২০১৮ সালের ১৩ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজে ইন্তেকাল করেন। তাঁর জন্ম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া গ্রামে। চির সুখী হও শিরোনামে তাঁর একটি উপন্যাসও প্রকাশিত হয়েছে।