বুধবার রাঙামাটি কাপ্তাইয়ের প্রবেশ করেন যুক্তরাষ্ট্রের থেকে মার্কিন রাষ্ট্রদূত জনাব আর্ল রবার্ট মিলার আর তার সহ ধর্মীনি মিশেল এডেলমেন। সেই সময় ছিলেন বাংলাদেশের প্রধান ডরিগ ব্রাউন,বাংলাদেশের মার্কিন দুতাবাসের প্রস বিশেষজ্ঞ রিকি সালমিনা,ইউএনডিপির পার্বত্য চট্রগ্রাম সিএইচডিএফ প্রকল্পের সমন্বয়কারী প্রসেনজিৎ চাকমা,ঐশর্য্য আর খীসা,আর সে সময় ছিলেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃদিলদার হোসেন, কাপ্তাই ইউনিয়ন চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, পার্বত্য চট্রগ্রাম রাঙামাটি,গোয়েন্দা এফ আই মোঃ মিজাম,ডিজি এফ আই, দক্ষিন বন
বিভাগ কর্মকর্তা দিফু মোঃতফিকুর ইসলাম, এবং এসিএফ সমোঃনুরুল ইসলাম, আর কাপ্তাই রেঞ্জ অফিসার মোঃমোস্তাফিজ, বেঙছড়ি বিট অফিসার উজ্জল চাকমা,সেই সময় আর অনেকে উপস্থি ছিলেন।সেইসময় মার্কিন যুক্তরাষ্ট্র বলেন যুক্তরাষ্ট্র সহায়তায় যেসব প্রকল্প বাস্তবায়িত হবে সেগুলো এ অঞ্চলে ভাঁরসাম্য রক্ষা পাবে।সেই লক্ষে বাংলাদেশে পার্বত্য অঞ্চলে প্রাকৃতি এবং দুর্যোগ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা সামাজিক বনায়ন প্রকল্পের অর্থায়ন করা হচ্ছে বলে জানান জনাব আর্ল রবার্ট মিলার।।তিনি আর বলেন পার্বত্য চট্রগ্রাম উন্নয়নের হিল ট্রাকস ওয়াটার শেড -কো
মেনেজম্যান আ্যক্টিবিটি সিএইচটি ডব্লিসিএ নামে ৬ বছর নামে মেয়াদি একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।২০১৩ সালের শুরু হওয়া প্রকল্পের প্রায় মেয়াদ শেষে দিকে যা শেষ হবে চলতি বছরের শেষের দিকে এতে জাতিসংঘ উন্নয়ন কর্মসুচী (ইউ এন ডিপির) মাধ্যমে বাংলাদেশের টাকা ৬৭ দশমি ২কোটি অনুদান দেয়া হয়েছে।আর মারমা এলাকা বাসী সমস্যা গুলো জানতে চেয়েছেন ইউডিফির থেকে সুবিধা ভোগ করতে পারছে কিনা মার্কিন যুক্তরাষ্ট্র, তখন এলাকা কারবারি বলেন আমাদের গ্রাম গঞ্জে লোকেরা চাষাবাদ করতে পারছেনা হাতির জন্য।সবজিব চাষ ধান বিভিন্ন
ধরনের ক্ষেতি খামার করতে পারছিনা হাতির কারনে। সেইসময় কারবারি আর বলেন আমাদের খাবারের পানি সমস্যা । ব্যাবহারে পানি সমস্যা তখন মার্কিন রাষ্ট্রদূত বলেন হাতিকে আপনারা সুত্র ভাববেনা তারা নিরহ প্রানি তারা খাবার সন্দানে এদিসেদিক গুরে বেড়ায় তার কারনে আমরা ইউনডিপির মাধ্যামে বনবিভাগের সহযোগিতা যুক্তরাষ্ট্র আপনাদের সহযোগিতা করবে বলে জানান।আর বলেন তারা এখন রাঙানাটি যাবে এবং কাল সকালে বরকল উপজেলা উদ্দেশ্য রইনা হবো সবাইকে স্বাগতম জানিয়ে এলাকাবাসী বিদায় নেন।