ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে সিটি মেয়রশিক্ষার্থীদেরকে দেশকে আগামীর পথে নিয়ে যেতে হলে দক্ষ
ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রস্তুতি নিতে হবেচট্টগ্রামের সিটি মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন বলেন, শিক্ষার্থীদের আগামীর বাংলাদেশ গড়তে এখন হতে তৈরী হতে হবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙলী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১সালকে
বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিতে হবে শিক্ষার্থীদেরকে। শিক্ষার্থীদের স্বার্থপরতা পরিহার করে সাধারণ মানুষের দেশের কথা চিন্তা করার পাশাপাশি দেশকে আগামীর পথে নিয়ে যেতে হলে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রস্তুতি নিতে হবে। মাননীয় মেয়র আ.জ.ম নাছির উদ্দিন আরো বলেন ১৯৫২ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই স্কুলটির অনেক অবকাঠামো সমস্য সমাধানে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। এছাড়া এ বিদ্যালয়ের উন্নয়ন সহ পাহাড়তলী ওয়ার্ডের অন্যন্যা শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকার সার্বিক উন্নয়নে ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন হীরন
যে অবদান রেখেছে তা প্রসংশনীয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ হোসেন হীরনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জহুরুল আলম জসিম, ১১নং কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরী, ৯, ১০ ও ১৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, চসিকের প্রধান প্রকৌশলী লেপঃ মহিউদ্দিন, খুলশী থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নাছির উদ্দিন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক কায়সার মালিক,
মহানগর আওয়ামী যুবলীগ নেতা মাসুদ রেজা, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি সৈয়দ মুহাম্মদ তারিফ, প্রতিষ্ঠাতা মোঃ মাহমুদুর রহমান মাহমুদ, বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য এড. রুহুল আমিন, অর্থ কমিটির আহ্বায়ক মোঃ নুরুল মোস্তফা, টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক মোঃ সাইদুল কবির বাহার, প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক, রেলওয়ে এমপ্লয়ীজ গালর্স স্কুলের পরিচালনা পরিষদের সদস্য আলী আশরাফ মজুমদার । এতে আরো বক্তব্য রাখেন, অভিভাবক সদস্য আবদুল হক, এয়াকুব আলী, জাহানারা বেগম,
শিক্ষক প্রতিনিধি বাবু প্রতীক ধর, শারাফাতুন্নেছা, মকবুল হোসেন, বাবু প্রদীপ কানুনগো, জাহাঙ্গীর আলম, রেক্টর শিরিন বারী, রোকেয়া বেগম, নাজমুচ সাকেব, আশরাফ উদ্দীন, শামীম হোসেন, আবদুস সামাদ, মিজানুর রহমান, মাহমুদা খাতুন, নিশাত জাহান নিলা, রিনা চক্রবর্তী, প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহসিন স্বাগত বক্তব্য রাখেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পক্ষে বার্ষিক প্রতিবেদন পেশ করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আমিনুল হক। অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় উর্ত্তীণ ৬৩ জন শিক্ষার্থীসহ শিক্ষার্থীদের মাদেরকেও
সম্মানিত করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম নগরীকে গ্রীণ ও ক্লীন সিটি করার লক্ষ্যে বিশেষ অবদান রাখায় মাননীয় মেয়রকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা প্রদান ও ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের ৩ বারের সফল কাউন্সিলর মোহাম্মদ হোসেন হীরনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ওয়ার্ড আওয়ামীলীগ ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পক্ষ থেকে সিটি মেয়রকে ফুলেল অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে গালর্স গাইডের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে থানা আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামীলীগ, বিভিন্ন সমাজ কল্যাণ পরিষদ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।