
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের অতিরিক্ত মহাসচিব বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম রসুল বাবুলের উপর গত ৫/০৩/২০১৯ইং তারিখ বেলা ১০.৩০ ঘটিকার সময় আলমাস ভবনের দ্বিতীয় তলা তার নিজ অফিস কার্যালয়ে ৪/৫ জন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হামলায় গুরত্বর আহত হয়ে মৃত্যুর সাথে পা া লড়ছেন। উক্ত হামলার প্রতিবাদে চাঁদাবাজ ও সন্ত্রাসাীদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রাম সড়ক পরিবহণ মালিক গ্রুপের উদ্যোগে অদ্য বেলা ১১ঘটিকার সময় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে এক
সংবাদ সম্মেলনে সড়ক ও পরিবহণের নেতৃবৃন্দরা জোড় দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, দেশে যখন শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশ পরিচালনা করছেন সে সময়ে একটি সন্ত্রাসী গ্রুপ চট্টগ্রাম অ লে চাঁদা ও সন্ত্রাসী কার্যক্রম করে সিটি এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ঠ করিতেছে। এসকল চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করিলে আমরা আগামী দিনে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। পুলিশ আজ তিনদিন অতিবাহিত হওয়ার পরেও এবং সিসি টিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে তাঁদেরকে চিহিৃত করা স্বত্ত্বেও কেন গ্রেফতার করা হচ্ছে না এটা আমাদের
বোধগ্যম্ব নয়। এই ঘটনায় আমরা আরো বড় কর্মসূচি তাৎক্ষণিক নিতে পারতাম। চট্টগ্রাম এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা রাজপথে আন্দোলন না করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করে আইনের আশ্রয় গ্রহণ করেছি। আইন প্রয়োগকারী সংস্থার নিকট উর্দ্ধাথ আহ্বান জানাচ্ছি। আপনারা আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না। দ্রুত গতিতে সিসি টিভির ফুটেজ অনুযায়ী চিহিৃত সন্ত্রাসী চাঁদাবাজদের গ্রেফতার করুন অন্যথায় আমরা বাধ্য হব রাজপথে আন্দোলন করতে। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মালিক গ্রুপের সভাপতি মনজুরুল
আলম মনজুর। এসময়ে সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মহাসচিব আবুল কালাম আজাদ, কার্যকরী সভাপতি আলহাজ্ব জহুর আহম্মদ, সহ-সভাপতি মাহবুবুল হক মিয়া, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম এর সভাপতি মোঃ মুছা, সাধারণ সম্পাদক অলি আহম্মদ, মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাছান, নুরুল ইসলাম, জাফর উদ্দিন, সিটি সার্ভিস মালিক সমিতির সভাপতি তরুণ দাশগুপ্ত বানু, কার্যকরী সভাপতি জাফর আহম্মদ, কালুরঘাট মালিক সমিতির সাধারণ সম্পাদক অহিদুর নুর কাদেরী, খোরশেদ আলম, সহিদ নাঈম সুমন, কলিম উল্লাহ, শহিদুল ইসলাম সমু, সিরাজউদ্দৌলা নিপু, মহিউদ্দিন, হাবিবুর রহমান, মোঃ এনায়েত, মোঃ মুছা, আকবর হোসেন, মোঃ ইকবাল, তৌহিদুল করিম প্রমুখ।