মোঃ তাজুল ইসলাম মিয়াজী:ওমান প্রতিনিধি
১ জন নারী হলেও কীভাবে সফলতায় পৌছানো যায় এবং সফলতা ছিনিয়ে নিতে হয় তার জ্বলন্ত প্রমাণ দিয়েছেন ওমানের ১ জন প্রবাসী নারী উদ্যোক্তা হ্যাপি দাশ……হ্যাপির স্বামী ছিলেন এক জন ব্যবসায়ে অজিত দাশ দীর্ঘ ৩০ বছর তিনি ওমানে বসবাস করছিলেন,ব্যবসা বাণিজ্যে করে বেশ সচ্ছলভাবেই পরিবারকে চালিয়ে আসছিলো।যেহেতু স্বামী অজিত দাশ ১ জন ব্যবসায়ী ছিলেন এবং বেশ ভালোই আয়-রোজগার করতেন, তাই স্ত্রী হ্যাপির কোনো চিন্তাই ছিলো না পরিবার পরিজন নিয়ে।শুধুমাত্র রান্নাবান্না ছাড়া আর কোন কিছুই তিনি পারতেন না,এমনকি কীভাবে এটিএম বুথ
থেকে টাকা তুলতে হয় সে দক্ষতাও ছিলো না তার। কিন্তু কে জানতো এই হ্যাপিকেই এক সময় সংসারের ভার নিতে হবে।২০০৯ সালে ওমান ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ গণুর মুখোমুখি হয়, তাতে অনেক মানুষ প্রাণ হারায়, স্বামী হারান হ্যাপি। স্বামীর অকাল মৃত্যুতে যেন আকাশ ভেঙে পড়েছিল হ্যাপির উপর। এখন কী করবেন? কোথায় যাবেন কিছুই ঠিক ছিলো না তার,ওই সময় বাংলাদেশ সোশ্যাল ক্লাব থেকে শুরু করে কমিউনিটিরসকল সিনিয়রাই এসেছিলেন তাকে আর্থিক সহযোগিতা করতে, কিন্তু হ্যাপি কোনো সহযোগিতা নেননি, তিনি শুধু একটি কাজ চেয়েছিলেন সবার কাছে।
তার একটাই উদ্দেশ্য ছিলো কারো উপর বোঝা না হয়ে নিজেই কিছু করে দেখাবেন। তিনি আর সেই জন্যই তিনি ওমানের সকল সিনিয়র বাংলাদেশিদের নিকট শুধুমাত্র একটি চাকরির জন্য ঘুরছিলেন।স্বামী হারানোর পর ভেঙে না পরে নিজেই নেমে পরেন জীবন যুদ্ধে, শুরুতে ২০১০ সালে বাংলাদেশ স্কুলে চাকরি করেন দুই বছর, চাকরির পাশাপাশি ওমানের একটি চ্যারিটেবল সংস্থা দার
আল আত্তার, মাধ্যমে ১ বছর ফ্যাশন ডিজাইনিং এর প্রশিক্ষণ নিয়ে নেমে পরেন ব্যবসায়, এভাবে ধীরে ধীরে তিনি হয়ে উঠেন একজন সফল নারী। বর্তমানে তিনি দুই ছেলে নিয়ে বেশ সচ্ছলভাবেই
সংসার চালাচ্ছেন।বড় ছেলে বিবিএ শেষ করে পার্টটাইম চাকরি করছেন ওমানে এবং ছোট ছেলে মালয়েশিয়াতে পড়ালেখা করছেন।একজন নারী হয়ে বিদেশের মাটিতে জুন জুলাইয়ের উত্তপ্ত ৫২ ডিগ্রি গরমের ভেতরও তিনি বিভিন্ন মেলায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে নারীদের পোশাক বিক্রি করেন।আর তাইতো আজ ওমানের ৯ লাখ বাংলাদেশির পরিচিত তিনি।একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে সবাই তাকে সম্মান করে।সফল হতে চাইলে কী করতে হবে এমন প্রশ্ন করলে তিনি বলেন, স্বপ্ন দেখতে হবে, কঠিন এবং বেশি পরিশ্রম করতে হবে, সৎ হতে হবে এবং সাহসী হতে হবে।
লক্ষ্য থাকতে হবে আমি কোথায় গিয়ে দাঁড়াবো লক্ষ্য না থাকলে আপনি সফল হতে পারবে না লক্ষ্য আপনাকে একমাত্র সফলতার দোরগোড়ায় নিয়ে যাবে সেটা আমার বিশ্বাস।